আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একসঙ্গে লড়তে হবে: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের একসঙ্গে লড়তে হবে। এর জন্য আতঙ্কিত না হয়ে প্রস্তুত হতে হবে।

রোববার বিকেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভির

এই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নেন।

এসময় মোদি বলেন, ভারত করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নিয়েছে। এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ভারত তৎপর।

সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের তিনি বলেন, আমাদের যৌথ প্রচেষ্টা ফলপ্রসূ হবে।

মোদি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমাদের আতঙ্কিত না হয়ে প্রস্তুতি নিতে হবে। এটাই এখন আমাদের মূলমন্ত্র হওয়া উচিত। আমাদের গা ছাড়া মনোভাব ছাড়তে হবে।