আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘একনায়কতন্ত্র থেকে বাঁচতে চায়’

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, এটা জনগণ বনাম একনায়কতন্ত্রের আন্দোলন। একনায়কতন্ত্র থেকে মানুষ বাঁচতে চায়। নারায়ণগঞ্জের মানুষ পরিবর্তন চায়, তারা ট্যাক্সের বোঝা থেকে বাচতে চায় নাগরিক অধিকার চায়। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রতিকী আন্দোলন এই নারায়ণগঞ্জের সিটি নির্বাচন।

রোববার (১৯ ডিসেম্বর) বিকেলে কদম রসূল মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের চেহারাটাই তো ধানের শীষ। আমাদের চেহারায় সেই নারীর প্রতিচ্ছবি আছে যিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েও বিনা চিকিৎসায় কারারুদ্ধ আছেন। জনগণ আমাদের পাশে আছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি দ্বিমুখী আচরন করে তাহলে সরকার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ জনমতের কাছে কেউ টিকতে পারে না।

এসময় সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সেক্রেটারী এটিএম কামাল, যুগ্ম সম্পাদক সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ