আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এইচএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১১ সিইও

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে এইচএসসি প্রশ্ন ফাঁসরোধে ও পরিক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন ও অভিভাবকদের সাথে কথা বলেছেন র‌্যাব-১১ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) এইচএসসি ইংরেজী পরীক্ষা চলাকালীন এর পূর্বে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর সিইও সরকারি তোলারাম কলেজের আশে পাশে বিভিন্ন রাস্তায় অবস্থানরত অভিভাবকদের সাথে পরীক্ষা প্রশ্ন ফাঁস নিয়ে কথোপকথন করেন।
প্রশ্ন ফাঁস সম্পর্কে সতর্ক করে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আপনারা সচেতন হোন। কিছু লোক আছে যারা বিভিন্ন রকম প্রশ্ন অনলাইন ফেইসবুকে দিয়ে বলে এগুলো আসবে এদের থেকে সর্তক থাকুন। এরা আপনার সন্তানদের মেধা নষ্ট করে।
লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান অভিভাবকদের কাছে জানতে চান এবার কোনো প্রশ্নোত্তর ফাঁস এর ঘটনা ঘটেছে কিনা, জবাবে উপস্থিত অভিভাবকগণ না সূচক উত্তর প্রদান করেন।
অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক নজরদারিসহ সকল বিষয়ে প্রশংসা করে এই পদক্ষেপ যেনো বজায় থাকে তারা এমনটা আশা প্রকাশ করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ