আজ মঙ্গলবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

অনলাইন রিপোর্ট:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস ও লেগুনার সংঘর্ষে আটজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ  বলেন, ‘আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লেগুনাটি উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ রোডের দিকে যাচ্ছিল। অপরদিকে পাবনা পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।’

‘প্রাথমিকভাবে আটজন নিহত হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে’, যোগ করেন জেলা পুলিশের এই কর্মকর্তা।

স্পন্সরেড আর্টিকেলঃ