নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আওয়ামীলীগ গণমানুষের দল। এটা দেশের প্রাচীন এবং বৃহত রাজনৈতিক সংগঠন । এখানে নেতৃত্বের প্রতিযোগিতা আছে এবং থাকবে ।তবে বিরোধ নেই। আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ যাকে সমর্থন দেবে, আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যাকে নৌকা দিয়ে পাঠাবেন সেই আমার প্রার্থী । এর বাইরে সবাই সমান।
সোমবার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই উপলক্ষে বর্ধিত সভায় মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, আওয়ামীলীগ সততার রাজনীতি করে । জনগণের রাজনীতি করে। ঐক্যববদ্ধ আওয়ামীলীগ কে কোন অপশক্তি ঠেকাতে পারবে না।
মন্ত্রী বলেন, যারা এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারা সবাই অত্যন্ত জনপ্রিয় এবং বিএনপি জামায়াতের দু:শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে।
তিনি বলেন, কোন দুর্নীতিবাজ সন্ত্রাসীর স্থান বাংলার মাটিতে হবে না। বঙ্গবন্ধুর কন্যা যা নির্দেশ দেবে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জি শেখ সাইফুল ইসলাম, আবুল বাশার টুকু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মফিজ উদ্দিন, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, আওয়ামী লীগ নেতা আজমত আলী, মো: এমায়েত , আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তাবিবুল কাদির তমাল, ভিপি সোহেল, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের ,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান জনি, মোতাহার হোসেন নাদীম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুব মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা,সাধারণ সম্পাদক ফেরদৌসী, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু ভূইয়া, কাউন্সিলর আনোয়ার হোসেন, এড,.স্বপন, বিউটি আক্তার কুট্টি সহ আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।