আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নত চিকিৎসা দিতে পারলে সুস্থ হতে পারে আবদুল জব্বার

জ্যেষ্ঠ প্রতিবেদক: কিংবদন্তি সংগীতশিল্পী আবদুল জব্বারের শারীরিক অবস্থা সংকটাপন্ন। দিন দিন তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। গত মঙ্গলবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি আছেন তিনি। এ অবস্থায় বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন তার স্ত্রী শাহীন জব্বার।

৭ই আগস্ট সাংবাদিকদের শাহীন জব্বার বলেন, আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে রাষ্ট্রের এত বড় সম্পদ। অথচ চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের কিছুই করার নেই। আবদুল জব্বারের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে তিনি বলেন, সরকার তাকে বাঁচানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের অবস্থা এমন যে, শিল্পী বুড়ো হয়ে গেছেন। দেশকে আর কিছু দেওয়ার নেই। এখন সে মরলেই কী, বাঁচলেই কী!’

আইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানান, গত ৩১ মে কিডনি, হৃৎপিণ্ড, প্রস্টেটসহ নানান শারীরিক জটিলতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি হন আবদুল জব্বার। তার অবস্থা অবনতি হলে গত সপ্তাহে আইসিইউতে নেয়া হয়। গত বৃহস্পতিবার কিডনি ডায়ালাইসিস করা হয়।

সর্বশেষ সংবাদ