আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উন্নত চিকিৎসায় সম্মতি দেননি খালেদা জিয়া

কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসা শুরু করার অনুমতি দেননি বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ড। হাসপাতালের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা ও আর্থ্রাইটিজের সমস্যা রয়েছে। তবে ডায়াবেটিস, হাইপারটেনশন, অ্যাজমা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু আর্থ্রাইটিজের চিকিৎসার জন্য অনুমতি দেননি।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টে বেঞ্চে রিপোর্ট উপস্থাপন করেন।

এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি শুরু হয়।

খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে খুরশিদ আলম খান অংশ নেন। ১১টা ২৫ মিনিট পর্যন্ত শুনানি চলে।

সর্বশেষ সংবাদ