আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ মেলার উদ্বোধন

উদ্বোধন

সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ মেলার উদ্বোধনউদ্বোধন

মাজহারুল ইসলামঃ নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাসব্যাপী লোক কারুশিল্প ও লোকজ মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

প্রধান অতিথির ভাষণে মন্ত্রী বলেন,১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশ উল্টো পথে হেটেছে। দেশ যে ভাবে উন্নয়ন হওয়ার কথা ছিলো তা আমরা করতে পারিনি।৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লোকজ ও কারুশিল্প ফাউন্ডেশন কে জাদুঘরে রুপান্তরিত করেছেন। আমরা সারা দেশে শিল্পীদের তালিকা তৈরীর কাজ হাতে নিয়েছি।অনেক বরেন্য শিল্পী রয়েছে অস্বচ্ছলতার কারনে কাজ করতে পারছেন না। আমরা তাদের জন্য ভাতার ব্যবস্থা করছি,যাতে শিল্পীরা কাজ করতে আরো উৎসাহ পায়।দেশে এখন অবরোধ নেই, জ্বালাও পোড়াওয়ের রাজনীতি নেই,বিদ্যুতের খুটি টানিয়ে মানুষকে হয়রানীর রাজনীতি নেই, সোনারগাঁওয়ে কাঁঠের তৈরী এক কাঁঠের হাতি ঘোড়া খুবই জনপ্রিয়,বিদেশি রাষ্ট্রদূতদের উপহার দিলে তারা অনেক খুশি হন।বাংলাদেশের তৈরী শীতলপাটি, জামদানী ইউনেস্কোতে স্থান পেয়েছে। আমাদের দেশের তৈরী শিল্প নিয়ে বিদেশীরা গভেষণা করে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, নারায়ণগঞ্জ (অতিরিক্ত) জেলা প্রশাসক মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম,সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সোনারগাঁও উপজেলা কমান্ডার সোহেল রানা প্রমুখ।

এমেলা আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।মেলায় উৎপাদন প্রদর্শনীর ৩০ টি স্টলসহ মোট ১৮০টি চারু ও কারু পন্যের স্টল বসেছে। তার মধ্যে হস্তশিল্প ৪৫টি, পোশাক ৪৫টি, স্টেশনারি ও কসমেটিক্স ৩৪টি খাবার ও চটপটির স্টল ১৬টি ও মিষ্টির স্টল ১০টি।
এছাড়া প্রতিদিন লোকমঞ্চে অনুষ্টিত হবে লোকজ নাটক,কোক কাহিনীর যাত্রাপালা, বাউল গান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া ও ভাটিয়ালী গান, জারিগান, সারিগান, হাছন রাজার গান, লালন সংগীত, মাইজভান্ডারী গান, মুর্শিদী গান, আলকাপ গান, গাঁয়ে হলুদের গান,বান্দান, কমলগঞ্জের-মণিপুরী, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরীয়তি- মারফতি গান, লোকজ কবিতা ও ছড়া পাঠের আসর, পুঁথি পাঠ, গ্রামীণ খেলা, লাঠি খেলা, ঘুড়ি ওড়ানো লোকজ জীবন প্রদর্শনী, লোকজ গল্প বলা, পিঠা প্রদর্শনী সহ বিভিন্ন গ্রামীণ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকালে, স্থানীয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে গ্রামীন খেলাধুলা।

স্পন্সরেড আর্টিকেলঃ