আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে উন্নয়ণ মেলা – ২০১৮ এর উদ্বোধন

উদ্বোধন

রূপগঞ্জে উন্নয়ণ মেলা – ২০১৮ এর উদ্বোধনউদ্বোধন
তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় উন্নয়ণ মেলা-২০১৮ এর উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ – ০১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। এবারের উন্নয়ণ মেলায় রূপগঞ্জ উপজেলার বার্ষিক ২০১৭-১৮ অর্থ বছরের উন্নয় চিত্র প্রদর্শিত হচ্ছে। উল্লেখ যোগ্য স্টোল গুলো হলো, একটি বাড়ি একটি খামার প্রকল্প, দুযোগ ও ত্রাণ, শিক্ষা, সড়ক ও পরিবহন, বিজ্ঞান ও প্রযুক্তি, পল্লী উন্নয়ন ও সমবায়, রেল পথ মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি স্টোল রয়েছে।
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মিত হবে। ইতোমধ্যে বাংলাদেশ সে পথে পা দিয়েছে, মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। গৃহ হারা পরিবারকে বিনামূল্যে বাড়ি দেওয়া হচ্ছে। শিক্ষার হার বৃদ্ধির জন্য সরকার বিনামূল্যে বই দিচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হচ্ছে। বেকার সমস্যা সমাধানের জন্য দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। গার্মেন্টস শ্রমিকদের বর্তমান সরকার বেতন বৃদ্ধি করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের পথে দেশকে ব্যাপক উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধু সবসময় কৃষকদের শ্রমিকদের কথা ভাবতেন কিভাবে তাদের ভাগ্যের উন্নয়ন করা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিভিন্ন ভাবে ভর্তুকি দিয়ে আসছে আসছে। দেশে খাদ্য ঘাটতি নেতা। রাস্তা-ঘাটসহ সামাজিক অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। পদ্মাসেতু দৃশ্যমান হচ্ছে, এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসিকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।
এ মেলায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইঁয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান মঞ্জুর, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।

স্পন্সরেড আর্টিকেলঃ