আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উদ্বিগ্ন ঊর্মিলা

কাশ্মীরে আছেন ঊর্মিলা মাতন্ডকরের শ্বশুর-শাশুড়ি  । সম্প্রতি নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছে। এরপর গত ২২ দিন ঊর্মিলা মাতন্ডকর এবং তাঁর স্বামী মোহসীন আখতার মীর কাশ্মীরের সঙ্গে যোগাযোগের সব রকম চেষ্টা করেছেন। কিন্তু গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা ব্যর্থ হয়েছেন। এরপর সংবাদমাধ্যমকে ঊর্মিলা মাতন্ডকর বলেছেন, ‘আমার শ্বশুর-শাশুড়ির সঙ্গে ২২ দিন ধরে কোনো যোগাযোগ নেই। আমার শ্বশুর-শাশুড়ি কাশ্মীরে আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। মোদি সরকার যেভাবে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছে, তা অমানবিক।’

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ঊর্মিলা মাতন্ডকর ২০১৬ সালের ৩ মার্চ কাশ্মীরের ব্যবসায়ী পরিবারের ছেলে মোহসীন আখতার মীরকে বিয়ে করেন। পারিবারিকভাবেই তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা স্থায়ীভাবে মুম্বাইয়ে আছেন। মোহসীন তাঁর থেকে নয় বছরের ছোট। এবার লোকসভা নির্বাচনে উত্তর মুম্বাই থেকে কংগ্রেস প্রার্থী হন ঊর্মিলা মাতন্ডকর।

শ্বশুর-শাশুড়ির ব্যাপারে উদ্বিগ্ন ঊর্মিলা মাতন্ডকর। তিনি বলেছেন, তাঁর শ্বশুর-শাশুড়ি খুবই অসুস্থ। তাঁরা উচ্চ রক্তচাপে ভুগছেন। তাঁদের কাছে এখন পর্যাপ্ত ওষুধ আছে কি না, সে ব্যাপারেও কিছু জানেন না। ৩৭০ ধারা বাতিল হওয়ার আগে প্রায় প্রতিদিন রাতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে তাঁদের কথা হতো। ওই সময় তাঁদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া ছাড়াও প্রয়োজনীয় নানা বিষয়ে কথা বলেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ