আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদে কোন মসজিদে কয়টায় জামাত

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঈদুল ফিতরের মতো ঈদুল আযহার নামাজও মসজিদে আদায় করার নির্দেশনা রয়েছে। করোনার সংক্রমন রোধে ঈদগাহ্ কিংবা খোলা মাঠে নামাজ পড়ার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। তবে, আগামী ১ আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানা যায়, শহর ও শহরতলীর মসজিদগুলোতে সর্বপ্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। কোন কোন মসজিদে একাধিক জামাতও অনুষ্ঠিত হবে।

কোন মসজিদে কয়টায় জামাত:

শহরের নতুন কোর্ট জামে মসজিদে সকাল ৮টায়, চাষাঢ়া নূর জামে মসজিদে (চাষাড়া) সকাল ৮টায়।

পুরাতন কোর্ট জামে মসজিদে সাড়ে ৭টায়, আমলাপাড়া জামে মসজিদে সকাল ৮টায়।

বাগে জান্নাত জামে মসজিদে সকাল ৮টায়, ফকির টোলা জামে মসজিদে সকাল ৭টায়।

খানপুর হাসপাতাল জামে মসজিদে ৭টায়, আজমিরি বাগ জামে মসজিদে সকাল ৭টায় ও ৮টায়।

টানবাজার গুদারাঘাট জামে মসজিদে সকাল ৮টায়, থানা পুকুরপাড় জামে মসজিদে সকাল ৮টায়।

মাসদাইর সিটি কর্পোরেশন জামে মসজিদে সকাল ৭টায়, ৮টায় ও ৯ টায়।

চানমারি মাজার জামে মসজিদে সকাল ৭টায় ও ৮টায়।

আলোকিত চানমারি জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়।

আর্মি মার্কেট জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, নূরে দরবার শরীফ জামে মসজিদে সকাল ৮টায়।

কদমতলি প্রধান জামে মসজিদে সকাল ৮টায়।

তুষারধারা কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮ টায়।

বাইতুল মামুর জামে মসজিদে সকাল ৭টায়।

বাইতুল আমান জামে মসজিদে সকাল ৭টায় ও আল মামুর জামে মসজিদে সকাল ৮ টায়।

স্পন্সরেড আর্টিকেলঃ