সংবাদচর্চা রিপোর্ট:
সোনারগাঁয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাইফুল ইসলাম (২৬) , মোঃ নাসির (৩৫)। শুক্রবার ( ১৬ জুলাই) দুপুরে কাঁচপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় আসামিদের দখল হতে ৫ গ্রাম হেরোইন , ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৮৬ হাজার ৬ শত ১০ টাকা ।
শুক্রবার ( ১৫ জুলাই) র্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে ।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ সাইফুল ইসলাম ও মোঃ নাসির সোনারগাঁ থানার নগর কাঁচপুর এলাকার হাজী মোঃ পিয়ার আলীর ছেলে। তারা দুই ভাই। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।