আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

কলকাতার দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ফিরে গেছেন এবাদত হোসেন। আজ রবিবার ভারতের বিপক্ষে ইনিংস পরাজয় এড়াতে মাঠে নামে বাংলাদেশ। পরাজয় এড়াতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

দিনের গোড়াপত্তন করেন আগের দিনে ৫৯ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম ও নতুন ব্যাটসম্যান এবাদত হোসেন। কোনো রান যোগ না করেই উমেশ যাদবের শিকার হন এবাদত।

এরপর ৩৯ ওভার ৩ বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ উঠিয়ে বিদায় নেন মুশফিকুর রহিমও। মুশফিকের পর ব্যক্তিগত ২১ রান করে ইনিং শেষ করেন আল-আমিন হোসেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে পুনরায় ব্যাট করতে নামলেন না মহমুদুল্লাহ।
রবিবার প্রথম সেশনে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বাংলাদেশের বাকি তিন উইকেট তুলে নিয়ে ইনিংস জয় নিশ্চিত করল কোহলি ব্রিগেড। ৪৩ রানে বাংলাদেশের বাকি ৩ উইকেট তুলে নিয়ে ইনিংস ও ৪৬ রানে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে জয় ছিনিয়ে নিল ভারত।

স্পন্সরেড আর্টিকেলঃ