আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতিহাসের পাতায় আজকের এই দিনে ঘটে যাওয়া নানা তথ্য সমূহ

ইতিহাসের পাতায়

ইতিহাসের পাতায় আজকের এই দিনে ঘটে যাওয়া নানা তথ্য সমূহইতিহাসের পাতায়সংবাদচর্চা ডেস্ক:

ঘটনাবলী

আজ ২৮ জানুয়ারী ২০১০ সালের এ দিনে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ৫ খুনী হিসেবে – লেঃ কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর একেএম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেঃ কর্ণেল মহিউদ্দিন আহমেদকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।

১৮৮২- কলকাতা-বোম্বাই দুরালাপনি চালু হয়।
১৯৩২ – জাপানী সৈন্যরা সাংহাই দখল করে।
১৯৩৩ – নাউ অর নেভার পুস্তিকা প্রকাশিত হয়।
১৯৪৫ – তৎকালীন বার্মা অর্থাৎ বর্তমানের মিয়ানমারের লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোড আবার উন্মুক্ত করে দেয়া হয়।
১৯৭৯ – তেহরান বিশ্ববিদ্যালয়ের মসজিদে ইরানের খ্যাতনামা সংগ্রামী আলেমদের অবস্থান ধর্মঘট অব্যাহত থাকে।
১৯৮২ – বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন।
১৯৮৬ – যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশ স্টেশন থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর স্পেস শাটল চ্যালেঞ্জারে বিস্ফোরণ ঘটে এবং এর আরোহী ৯ জনের সবাই নিহত হন।

জন্ম

  • ১৮৬৫ – লালা লাজপত রায়, ভারতীয় স্বাধীনতাকামী যোদ্ধা। (মৃত্যুঃ ১৯২৮)
  • ১৮৮২ – মরক্কোর বিখ্যাত রীফ নেতা আবদুল করিম আল খাত্তাবি।

মৃত্যু

 

স্পন্সরেড আর্টিকেলঃ