আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অধ্যাপক আবু সাইয়িদের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ “ইতিহাসের দায়ভার ও একজন আদুরী”

“ইতিহাসের দায়ভার ও একজন আদুরী”

অধ্যাপক আবু সাইয়িদের মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ “ইতিহাসের দায়ভার ও একজন আদুরী”“ইতিহাসের দায়ভার ও একজন আদুরী”

নবকুমার: মুক্তিযুদ্ধের পূর্বে বঙ্গবন্ধু পাকিস্থানের শাসন শোষনের বিরুদ্ধে বাঙালিদের যে ভাবে জাগিয়ে তুলেছেন তার উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক তথ্যপ্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদের “ইতিহাসের দায়ভার ও একজন আদুরী” গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

বইটিতে মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলো এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের অবদানের কথা সহ বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়নে শাসক গোষ্ঠির  চিত্র তুলে ধরা হয়েছে।

আদুরি চরিত্র

গ্রামের এক ভ্যান চালকের  আদরের মেয়ে আদুরী ।সে গ্রামের সকল প্রকার কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে। আদুরীর মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় নারীর অবদানের চিত্র তুলে ধরা হয়েছে।

সামরিক শাসক ও জঙ্গিবাদের উত্থানের দায়ভার কার ? স্বাধীন বাংলাদেশে সাম্য প্রতিষ্ঠায় শাসক গোষ্ঠী ,সুশিল সমাজের ভূমিকার কথা তুলে ধরা হয়েছে।

অমর একুশে বই মেলায়  ১৬ ই ফেব্রয়ারী দুটি বইয়ের  অনুষ্ঠানিক  উদ্বোধন করবেন গুণী ব্যক্তিদের সাথে নিয়ে লেখক অধ্যাপক অাবু সাইয়িদ।মেলা থেকে মূল্য ছাড়ে বই দুটি পাওয়া যাবে ।

স্পন্সরেড আর্টিকেলঃ