আজ মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ইংলিশ স্কুলে বাংলা ভাষা শিক্ষা চালুর আহবান’

নিজস্ব প্রতিবেদক:

ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা শিক্ষা চালুর আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রোববার ( ২৪ অক্টোবর) দুপুরে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল,বাংলাদেশ এর ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানের আয়োজন করা হয় গুলশানে।

মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলাদেশি শিক্ষার্থীরা গুণগত মানের শিক্ষা অর্জনের পাশাপাশি যেন বাংলা সংস্কৃতির চর্চা করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এসব প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের মাধ্যমে এদেশের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরেও দারুণ সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এসকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন মানসম্মত প্রতিষ্ঠানে স্কলারশিপ নিয়ে অধ্যায়ন করার সুযোগ পাচ্ছে।

এসময় বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইন, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ