আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগ নেতা আনছার আলীর খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পাড়া হতদ‌রিদ্র পরিবারের মা‌ঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন ক‌রেছেন  রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলী। মঙ্গলবার বি‌কে‌লে তার নিজস্ব তহবিলে থেকে  রূপগঞ্জ ইউনিয়নের ৬শ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও হাত ধোয়ার সাবান।
এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহসভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হো‌সেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন। প্রসঙ্গত তিনি ১০দিন যাবত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।