আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আ.লীগের মধ্যে ঐক্য চাই : মন্ত্রী গাজী

নবকুমার:

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে ঐক্য চাই। আমাদের মধ্যে যে বিভেদ আছে তা ভুলে যেতে হবে। গত সংসদ নির্বাচনের আগে শাহজাহান সাহেবের সাথে আমাদের বিরোধ ছিলো। সেই বিরোধ আমরা ভুলে গেছি। শাহজাহান সাহেবেকে আমাদের মাঝে ফিরে এনে আবার তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি। কারণ আমরা বঙ্গবন্ধুর সৈনিক। সেই সময়ে আরো যাদের সাথে বিরোধ ছিলো আমরা সবাই আজ এক টেবিলে। কারণ জাতির স্বপ্ন পূরণের অনেক কাজ এখনো বাকী আছে।

শুক্রবার (৩০ আগস্ট,১৫ ভাদ্র) রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম হাইস্কুল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও আলোচনা সভায় গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কায়েতপাড়ায় মাদক সবচেয়ে বড় সমস্যা । মাদক ব্যবসায়ীরা আমাদের কুট্টি মেম্বারকে হত্যা করেছে। তাই আমি চেয়ারম্যান মেম্বারদের বলব আপনারা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান । যেখানেই মাদক ব্যবসায়ী দেখবেন তাদেরকে পুলিশের হাতে দেবেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ওরা রোহিঙ্গদের নিয়ে রাজনীতি করতে চায়। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ওদের  সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে ।

গোলাম দস্তগীর গাজী আরো বলেন,  ১৫ ই আগস্ট যাবে আগস্ট আসবে কিন্ত বঙ্গবন্ধু আর আসবে না। তিনি যুগ যুগ বাঙালিদের হৃদয়ে বেচে থাকবেন । দেশের উন্নয়নের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাব।

এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম , সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী,আওয়ামীলীগ নেতা আবুল বাশার টুকু , আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, চনপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি পারভীন সহ অনেকে।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ