আজ বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আ.লীগের নতুন কমিটি বৃহস্পতিবার

আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা হতে পারে আগামী পরশু বৃহস্পতিবার। বাদ পড়াদের অনেকেই নতুন কমিটিতে স্থান পাবেন না। পুরনোদের বেশিরভাগই বহাল থাকবেন বলে জানিয়েছেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

মঙ্গলবার, গণভবনে সভাপতিমন্ডলীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে, আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম সভা আজ সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন। সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি। এখনো কমিটির কয়েকটি সম্পাদক পদসহ বেশকিছু পদ খালি রয়েছে।

গত ২১শে ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে শেখ হাসিনা নবমবারের মতো সভাপতি নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের।

সর্বশেষ সংবাদ