আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার থেকে অপহরণের ৪ দিন পর কিশোরী উদ্ধার

নারায়ণগঞ্জ আড়াইহাজার থেকে অপহরণের ৪ দিন পর এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত জেলা পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

পিবিআই জানায়, গত ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের খানপুর বৌবাজার এলাকার মতিনের ছেলে নয়ন (১৮) তার সহযোগীদের নিয়ে বিদ্যানিকেতনের সামনে থেকে দেওভোগ এলাকার স্বপ্নাকে অপহরণ করে মাইক্রোবাসযোগে নিয়ে যায়।

এ ঘটনায় স্বপ্নার মা রুপালি ধর বাদী হয়ে নয়নসহ চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন।

আদালত মামলাটি তদন্তর জন্য পিবিআইকে নির্দেশ দেয়। পিবিআই নারায়ণগঞ্জ উপ-পুলিশ পরিদর্শক আবু সায়েম মামলার তদন্তভার গ্রহণ করেন। আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্বপ্নার অবস্থান নিশ্চিত হয়ে গত বুধবার বিকেলে আড়াইহাজার থানার কল্যান্দী এলাকায় অভিযান চালিয়ে স্বপ্নাকে উদ্ধার করা হয়। পরে তার মেডিকেল পরীক্ষা শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩)-এর ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করে আদালতের নির্দেশে স্বপ্নাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়। অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।