আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ২ গণধর্ষণকারীর রিমান্ড

আড়াইহাজারে পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলায় ২ আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিমান্ড প্রাপ্ত আসামীরা হলেন – আড়াইহাজার কাকাইলমোড়া মধ্যপাড়া এলাকার ইউনুস আলীরে ছেলে ডালিম (৩৫), একই এলাকার আবির আলীর ছেলে জসিম (৪৫)। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।গণধর্ষণ মামলা ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর আরও দু’জন আসামীর ১ দিনের রিমান্ড হয়েছিল। তারা হলেন একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৪৮) ও ইউনুস আলীর ছেলে কাউসার (২৫)।

মামলার এজাহারসূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক (২২) গণধর্ষণের শিকার হয়েছে। ভুক্তভোগী নারী সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি গার্মেন্টসে কাজ করেন এবং ভাড়ায় বসবাস করেন। আড়াইহাজারে তাঁর শ্বশুর বাড়ীর যাওয়ার পথে রাত সাড়ে ১০টায় আড়াইহাজার কাকাইল মোড়া খেয়াঘাটের সামনে ৫ জন যুবক জোর করে তুলে নিয়ে রাস্তার পাশে ধান ক্ষেতে একেক করে ধর্ষণ করে।


স্পন্সরেড আর্টিকেলঃ