আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ২পুলিশ আহত, গ্রেফতার ১১

আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া গ্রামে গত ১৬ আগস্ট ০১টি ধর্ষন মামলার ঘটনায় সন্দিগ্ধ কিছু মানুষের নাম উল্লেখ্য পূর্বক ফেসবুকে একটি পোষ্ট কে কেন্দ্র করে সকাল অনুমান ১১.৩০ টায় লোকমান মেম্বার, তোফাজ্জল গ্রুপ এবং জুলহাস গ্রুপের মধ্যে দা, বল্লম, টেটা, মাইরের কাঠ, লোহার রড, বাঁশ নিয়া ০১টি সংঘর্ষ হয়। সংঘষের সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স হইতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে উত্তেজিত জনতাকে ছত্র ভঙ্গ করা হয়। একই তারিখ বিকাল অনুমান সোয়া ৪ টায় ২ গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হলে তখন আড়াইহাজার থানা পুলিশ ও পুলিশ লাইন্স হতে প্রেরনকৃত অতিরিক্ত পুলিশ গন ২ গ্রুপকে বাধা দিলে তাহারা পুলিশের উপর চড়াও হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ, অস্ত্র গুলি হেফাজত এবং জনগনের জান মাল রক্ষার্থে কর্তব্যরত পুলিশ সদস্যগন ফাঁকা গুলি করিয়া উত্তেজিত জনতাকে ছত্র ভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘষের ঘটনায় ২ জন কনস্টেবল আহত হয়। পুলিশের সরকারী কাজে বাধা এবং পুলিশকে আহত করায় আড়াইহাজার থানায় পুলিশ বাদী হইয়া এজাহারনামীয় ১১ জন সহ অজ্ঞাতনামা ৩০০/৪০০ জনকে আসামী করিয়া একটি মামলা রুজু করা হয়। উক্ত মামলায় এজাহারনামীয় ২ জন আসামী সহ অজ্ঞাতনামা ১১ জন আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোটে চালান করে দেওয়া হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ