আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সেনাবাহিনীর টহল

করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে সতর্ক করার জন্য আড়াইহাজারে সশস্ত্র বাহিনী টহল দিয়েছে। শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর একটি টিম টহল দেয় । এসময় তারা বলেন  “আপনারা ঘরে থাকুন, আপনার এই ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাঁচিয়ে দিতে পারে দেশকে, জাতিকে। সিদ্ধান্ত আপনার। জীবন বাঁচাবেন নাকি নিজ জীবনের সাথে অন্যের জীবন হুমকিতে ফেলবেন।” পরে শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় কালিবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  রাসেল নামে এক মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকায় পাইকারি দর বেশি  লিখা রাখার অপরাধে তাকে এই জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।