আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সংঘর্ষ

সংবাদচর্চা রিপোর্ট:  আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় দুই স্কুল ছাত্রী সহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ৩ ঘটিকায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া গ্রামে।  জানা যায় ওই গ্রামের ইয়াজুল এবং সিরাজুলের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। সিরাজুল তার ছেলে দেলোয়ার এবং ফয়সালের অত্যাচারে ইয়াজুল তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। ইয়াজুল তার দুুই মেয়ে সাথী (১৭) রুপালী (১৫) এবং ছেলে আকাশ ওরফে স্বিপন (১৯) কে কুমিল্লার মেঘনা থানার মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে লেখা পড়া করান। তারা সেখানে থেকেই লেখা পড়া করেন। কিন্তু করোনার কারনে তারা সবাই বাড়িতে এসে বসবাস করছেন। সোমবার বিকেলে ইয়াজুলের স্ত্রী নাসিমা বেগম টয়লেট পরিস্কার করতে গেলে সিরাজুল (৪৩) তার দুই ছেলে দেলায়ার (২২) ফয়সাল (২০) নাসিমাকে মারধর করতে থাকে তখন তার চিৎকার শুনে মাকে বাচাতে ছেলে আকাশ  দুই মেয়ে সাথী এবং রুপালী ছুটে আসে। তখন তাদেরকেও মার পিঠ করে গুরতর আহত করে । সংর্ঘষের এক পর্যায়ে দেলোয়ার, শিপনকে লক্ষ করে ধারালো ছেনা দিয়ে মাথায় কোপ দিলে সে মারাত্বক  আহত হন। তখন স্বজনরা তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

এ ব্যপারে ইয়াজুলের স্ত্রী নাসিমা বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ