আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ইয়াবাসহ গ্রেফতার
রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাইদুর রহমান (২৫) কে ৬০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোপালদী পৌর সভার বেপাড়ী পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের হুমায়ুনের ছেলে।
গোপালদী ফাড়িঁ ইনচার্জ ওসি মোহাম্মদ হাসান জানান, সাইদুর রহমান আড়াইহাজারের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতিসহ মাদক মামলা রয়েছে। গোপনে খবর পেয়ে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।