আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রোকসানাকে হত্যার আসামি গ্রেফতার

আড়াইহাজারে গার্মেন্টস কর্মী রোকসানা আক্তার রুনাকে হত্যা মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ। রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামিরা হলেন সোনারগাঁও থানাধীন চরকামালদী এলাকার শাহাজানের ছেলে মামুন (২০)  উৎরাপুর এলাকার রুপচাঁনের ছেলে সাকিল ( ২৩)। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি এ মামলার প্রধান আসামি নিহতের স্বামী গোলজারকে  ঢাকার মিরপুরের বালুরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মারুয়াদি এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে ধৃত দুই ব্যক্তির নাম বের হয়ে আসে।

পুলিশ জানিয়েছে হত্যার আসল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। প্রসঙ্গত. ২০১৯ সালের ১৬ ডিসেম্বর উপজেলার মারুয়াদী গ্রামের গোলজার তার স্ত্রী উপজেলার ছোট বিনাইরচর গ্রামের জুলহাসের ভাড়াটিয়া বাড়ীতে রুনা আক্তার (২৭) কে গলায় ওরনা পেচিয়ে শ্বাসরোধ হত্যা করে । হত্যার পর বাড়াটিয়া বাড়ি থেকে রুনার লাশ বাপের বাড়ি কল্যান্দী নেওয়ার সময় লাশ গাড়িতে উঠিয়ে দিয়ে স্বামী গোলজার পালিয়ে যায়। পরে রুনা আত্মহত্যা করছে বলে অপপ্রচার করে লাশ দাফনের প্রস্তুুতি নিতে থাকে। এরই মাঝে থানা পুলিশ গোপনে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে ১০ ফেব্রুয়ারি পুলিশ রিপোর্টে পায় যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রির্পোটটি পাওয়ার পর পুলিশ আসামী গ্রেফতারের চেস্টা চালান। এর আগে ১৭ ডিসেম্বর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছিল। ১৫ ফেব্রুয়ারি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। নিহতের ভাই কামলা হোসেন মামলাটি করেন। নিহত রোকসানা আক্তার রুনা উপজেলার কল্যান্দী গ্রামের মৃত কালু মিয়ার মেয়ে।

স্পন্সরেড আর্টিকেলঃ