আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রিপোর্টার্স ক্লাবের শ্রদ্ধা

আড়াইহাজার প্রতিনিধি

আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শুক্রবার ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সংগঠনের সভাপতি এম এ হাকিম ভূঁইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আব্দুস ছাত্তার, সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কার্যকরি সদস্য ও সিনিয়র সাংবাদিক মাহাবুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক ওলিউল্যাহ ভূঁইয়া তুহিন, ক্রীড়া সম্পাদক সাইদুল হাসান ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম, সদস্য সোলাইমান হাসান, নাছির খন্দকার ও নজরুল ইসলাম প্রমুখ। সকাল ৯টায় আড়াইহাজার শহীদ মিনারে পুম্পস্তবক অর্পণ করা হয়। পরে মাহাবুব মোল্লার সভাপতিত্বে ক্লাবে আলোচনা অনুষ্ঠিত হয়। হাকিম ভূঁইয়া বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিয়ময় আমরা রাষ্ট্র ভাষা বাংলা পেয়েছি। তাদের ঋণ আমরা শোধ করতে পারব না। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ২১ শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক পরিমন্ডে পালিত হচ্ছে। জাতি হিসেবে এটা আমাদের গর্বের বিষয়। তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকতে। হলুদ সাংবাদিকতা আমাদের পরিহার করতে হবে। বিশেষ কোনো ব্যক্তি বা দলের স্বার্থ পরিহার করে সাংবাদিকতা করতে হবে। তাহলেই দেশের জনগণ সংবাদের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে পারবেন। আমরা লক্ষ্য করছি নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে আমাদের মধ্যে কিছু ব্যক্তি সাংবাদিকতার নামে এই পেশাকে কুলসিত করছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ