আড়াইহাজার প্রতিনিধি:
বিয়ের প্রলোভন দেখিয়ে আড়াইহাজারে এক যুবতিকে ধর্ষণ করা হয়েছে । শনিবার বিকালে ধর্ষিতা বাদি হয়ে একটি মামলা করেছেন। এ মামলায় পুলিশ ধর্ষক রকিব ওরফে রকি (২৩) কে আটক করেছে । সে রূপগঞ্জ থানাধীন হোরগাও এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। অপর আসামি পিতা অজ্ঞাত ইকবারদী এলাকার সুজন।
ধর্ষিতা জানায়, তার বাড়ী উপজেলার ছোট ফাউসা গ্রামে। সে লেঙ্গুরদী ওয়েজ বাংলা ব্যাগ ফ্যাক্টরীর শ্রমিক। তার সাথে ডিউটিতে যাতায়তের পথে পরিচয় হয় রূপগঞ্জের হোরগাঁও গ্রামের নুরুল ইসলামের বখাটে ছেলে রকিব (২৩) ও তার বন্ধু আড়াইহাজার উপজেলার ইদবারদী গ্রামের সুজন (২৫) এর। এরই মধ্যে যুবতিকে বিয়ের প্রলোভন দেখিয়ে সুজনের বাড়ীতে নিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করে রকিব। পরে ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় ভীতি দেখিয়ে আরো একাধিকবার তাকে ধর্ষণ করে রকিব। সর্ব শেষ ২৬ সেপ্টেম্বর রাতে যুবতিকে সুজনের বাড়ীতে নিয়ে রাত ভর ধর্ষণ করে পরে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান, ধর্ষণের মামলা গ্রহণ করা হয়েছে। একজন আসামী গ্রেফতার করা হয়েছে। ধর্ষকের ৫ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।