নারায়নগঞ্জের আড়াইহাজরে স্টুটার মেশিনে পেচিয়ে রাসেল ইসলাম (২০) নামে এক শ্রমিকের মৃত্যূ হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার গোপলদী পৌড় সভার মোল্লার চর গ্রামের রিপন টেক্সাটাইল মিলে এ ঘটনা ঘটেছে । রাসেল ওই মিলের শ্রমিকের কাজ করত। সে জালকাঠি জেলার রাজাপুর উপজেলার পালট গ্রামের ইলিয়াছ শরিফের ছেলে।
জানা গেছে ,রিপন টেক্সটাইল মিলের প্লাষ্টিকের দানা থেকে সুতা তৈরীর স্টুটার মেশিনের সুতা ছিড়ে গেলে তা জোড়া লাগাতে যায় রাসেল। রাসেলের হাত মেশিনে পেচিয়ে মাথায় আঘাত পেয়ে মাটিতে ছিটকে পরে যায়। পরে তার সহকর্মী রিফাত এবং আউয়াল দৌড়ে গিয়ে মিলের মেইন সুইজ বন্ধ করে রাসেলকে উদ্ধার করে মিলের মালিক আলিমুজ্জামান রিপনকে দুর্ঘটনার খবর জানান। তিনি দ্রুত রাসেলকে ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর কর্তবরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকালে থানার ওসি তদন্ত মোঃ আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, মিলের সি,সি ক্যামেরার ভিডিও ফুটেজে মেশিনে পেচিয়ে রাসেলের মৃত্যুর ঘটনার সত্যতা পাওয়া গেছে।