আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সুমাইয়া আক্তার নামের সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রোবাবার ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে সে। উপজেলা মেঘনাবেষ্টিত কালপাহাড়িয়া ইউনিয়নের পুর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রী সুমাইয়া আক্তার ওই এলাকার আবু জাফরের মেয়ে ও স্থানীয় পুর্বকান্দি আদর্শ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

পুলিশ জানায়, সুমাইয়া বাবা রোববার সকালে তার ঘরের দরজায় নক করে। অনেকক্ষণ ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে সুমাইয়াকে ঘরের আড়ার সঙ্গে ওরনা পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

সেখান থেকে নামিয়ে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে।

আত্মহত্যার কোন কারণ জানা যায়নি উল্লেখ করে আড়াইহাজার থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিহতের কারণ জানা যাবে।

তবে পরিবারের বরাত দিয়ে কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃষ্ণ মজুমদার বলেন, টিভিতে সিরিয়ালে আত্মহত্যার দৃশ্য বার বার দেখে এই ঘটনা ঘটতে পারে।