আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয়জন চাল ও পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হোসেনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে স্থানীয় কালিবাড়ি, পাঁচরুখী ও পুরিন্দা বাজারে চাল ব্যবসায়ী গফুরকে ৩০ হাজার, মনিরকে ৩০ হাজার, পিয়াজ ব্যবসায়ী জোটনকে ২ হাজার, আল-আমিনকে ৫ হাজার, আলমগীরকে ৫ হাজার ও জুয়েলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় গোপালদী বাজারে চাল ব্যবসায়ী প্রদীপকে ২০ হাজার ও পিয়াজ ব্যবসায়ী কামাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোহাগ হোসেন বলেন, করোনা ভাইরাস ঝুঁকির সুযোগ নিয়ে কিছু অসাধু কিছু ব্যবসায়ী অতিরিক্ত দাম আদায়ের অপরাধে বিভিন্ন বাজারের নয় ব্যবসায়ীকে অস্থায়ী আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

স্পন্সরেড আর্টিকেলঃ