আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়া (১৬) নামে এক স্কুল ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ৭টায় নিজের শোবার ঘরে সে বিষাক্ত পর্দাথ সেবন করে। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী কান্দাপাড়া এলাকার মিজানের মেয়ে।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। এক পর্যায়ে রাস্তায় তার মৃত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল জানান, স্থানীয় লেঙ্গুরদী এলাকার এক ছেলের সঙ্গে মায়ার প্রেমের সম্পর্ক ছিল। এরই জের ধরে সে আত্মহত্যা করে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে স্থানীয় কলাগাছিয়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। আড়াইহাজার থানার এসআই রফিউদৌলা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।