নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে ২০১৩ সালের একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। হাবিবুর রহমান হাবি উপজেলার দক্ষিণ পাড়া এলাকার ইমান আলী মাস্টারের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হাবুর বিরুদ্ধে ২০১৩ সালের একটি বিস্ফোরক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।