আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আড়াইহাজারে পানিতে ডুবে মোস্তাকিম নামে ২ বছরের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম একই গ্রামের এমদাদুলের ছেলে।

স্বজনরা জানায়, সকালে বৃষ্টির মধ্যেই নিখোঁজ হয়ে পড়ে মোস্তাকিম। তাকে কোথায় খুঁজে পাওয়া যায়নি। পরে দুপুরে বাড়ির পাশেই পানিতে তলিয়ে থাকা মোস্তাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।