আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নি:সন্তান বিধবাকে স্বামীর ভিটা থেকে তাড়াতে পিটিয়ে আহত

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে খেলা রানী বর্ধন (৫৫) নামে এক নি:সন্তান বিধবাকে তার স্বামীর ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করতে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিবেশীরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার বড় মনোহরদী গ্রামে।

আহত খেলা রানী বর্ধন জানান, তাকে নি:সন্তান অবস্থায় রেখে তার স্বামী হরেকৃষ্ণ বর্ধন মৃত্যুবরণ করেন। তার পর থেকে তার প্রতিবেশী গোবিন্দ বর্ধন, কার্তিক বর্ধন, শম্ভু বর্ধন, গংসা বর্ধন,সুমন বর্ধন, সুজন বর্ধন, মিঠুন বর্ধন, গোপাল বর্ধন, নেপাল বর্ধন তাকে বাড়ী ছাড়া করার জন্য হুমকী ধমকী ও মারপিট করে আসছিল। মঙ্গলবার সকাল ৮টার দিকে উক্ত প্রতিবেশীরা একজোট হয়ে খেলা রানী বর্ধনের বাড়ীতে গিয়ে তাকে বাড়ী থেকে চলে যেতে বলে। মহিলা তাতে রাজী না হয়ে বলেন, আমার জীন থাকতে আমি স্বামীর ভিটা ছেড়ে যাব না। ফলে তারা ক্ষিপ্ত হয়ে খেলা রানী কে মারপিটে আহত করে। তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিসা নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আব্দুল হক বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নিব।