আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার (১৮ মার্চ) লালন নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে প্রভাকরদী এলাকার ইকবারদীর তারা মিয়ার ছেলে। তিন বছর আগে স্থানীয় এক মেয়েকে ধর্ষণ করে সে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ধর্ষণ আইনে একটি মামলা হয়।

এএসআই আমিনুল জানান, ২০১৫ সালের একটি ধর্ষণ মামলায় নারায়ণগঞ্জের আদালত থেকে সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ব্রাহ্মন্দী ইউপির ইকবারদী এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেঁর পেয়ে আসামি লালন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এএসআই আমিনুল জানান, দীর্ঘক্ষণ পাকড়াও করার এক পর্যায়ে একটি বাড়িতে ঢুকে সে সৌচাগারে আতœগোন করে। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, থানায় তিন বছর আগে দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ঘটনার পর সে পলাতক ছিল। এ ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।