আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দূরত্ব বৃত্ত এঁকে দিল ম্যাজিস্ট্রেট

পরস্পরের সংস্পর্শে করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সে লক্ষ্যে কেনাকাটার সময় পরস্পরের সঙ্গে তিনফুট পর্যন্ত দূরত্ব বজায় রাখতে বিভিন্ন দোকানের সামনে বৃত্ত এঁকে দেয়া হয়েছে আড়াইহাজারে। শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভা বাজারে ফামের্সীগুলোর সামনে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দূরত্ব বৃত্ত এঁকে দেয়। এ কাজে সহযোগিতা করেছে পুলিশ।

আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) উজ্জল হোসেন বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে জনগণকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে। সামাজিক দূরত্ব বৃত্তি তারই একটি অংশ।

স্পন্সরেড আর্টিকেলঃ