আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষ

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০/১৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় উপজেলার আড়াইহাজার পৌড়সভার গাজিপুরা গ্রামে এ  ঘটনা ঘটে  । জানা গেছে  ১৫ শতাংশ জায়গা নিয়ে ওই গ্রামের মনির এবং নুরুল হকের মধ্যে বিরোধ চলছিল। বর্তমানে ওই জায়গা নুরুল হক ভোগ দখল করে আসছে। কিন্তু মনির ক্রয়সুত্রে ওই জমির মালিকানা দাবি করে শুক্রবার সকালে ২০/২৫ জন লোক নিয়ে জমি দখল করতে গেলে নুরুল হকের লোকজন বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১০-১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, রোকেয়া (৫০), সেলিম (২৫), অহিজউদ্দিন (৩২), গিয়াস উদ্দিন (৭৩) সুক্রবী (৬৫), হালিম (২৮), সহিদুল্লাহ (১৮), সুমাইয়া (২২), জালাল উদ্দিন (৪০), অহিজ উদ্দিন (৪০), নুর মোহাম্মদ (৩৫), নাজমা (২৫), তাছলিমা (২৪), বিল্লাল (২৫) , মনির (৫৫) হাসিনা (২০)। স্বজনরা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। আহতদের মধ্যে সহিদুল্লাহ এবং হালিমের অবস্থা গুরুতর বিধায় তাদের ঢামেক হাসপাতালে রেফার্ড করেন।

সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে  আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম সংবাদচর্চা বলেন,  উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ