আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষে টেটা বিদ্ধ

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণকে কেন্দ্র করে আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে  নাদিয়া (১০) নামের একটি শিশু সহ ৭/৮ জন টেটা বিদ্ধ হয়েছে।  ঘটনাটি ঘটেছে আড়াইহাজার উপজেলার কালাপাহা‌ড়িয়া ইউ‌নিয়‌নের রাধানগর গ্রামে।  স্থানীয়রা জানান, ইব্রাহিম মেম্বার ও তাজি মাদবরের গ্রুপের মধ্যে সংঘর্ষ  হয়। এর আগে তাদের মধ্যে মাস্ক ও সাবান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া হয়। ইব্রাহিম মেম্বারকে করোনা প্রতিরোধে সাবান ,মাস্ক না দিয়ে স্থানীয় চেয়ারম্যান স্বপন দেয় তাজি মাদবরকে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় সোমবার সকালে । আহতদের মধ্যে শেখ ফরিদ ও নাদিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে। টেটা বিদ্ধ নাদিয়া তাজি মাদবরের লোক বলে জানা গেছে। সে ওই গ্রামের জোহর আলীর মেয়ে।

এব্যাপার আড়াইহাজার থানার এসআই শামীম সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে সংবাদচর্চাকে জানান, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। থানায় কোনো লিখিত অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ