আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় সত্যভান্দি এলাকায় গতকাল মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহতদের মধ্যে মৃত সিরাজুল হকের ছেলে শাহজাহান মিয়া (৫৫), তার স্ত্রী কাতিমুন নেছা ও মা সাজিকুন নেছাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে । এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

আহত শাহজাহান মিয়ার ছেলে শাকিল জানান, তার চাচা সরুজ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে তারা জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালায়।

তিনি আরো জানান, তার বাবা শাহজাহান মিয়া তাতে বাঁধা দিলে সংবদ্ধ হয়ে রাম-দা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তাকে রক্ষা করতে তার মা কাতিমুন নেছা ও দাদী সাজিকুন নেছাসহ পরিবারের অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চা বলেন, জমি সংক্রান্ত বিরোধে ঘর তোলা কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে মঙ্গলবার । সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য সুরুজ মিয়ার পক্ষের কেউ আহত হয়েছে কি না জানা যায় নি।

সর্বশেষ সংবাদ