আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুইদিনেও গ্রেফতার হয়নি ধর্ষণ মামলার আসামি, মামলা তুলে নিতে হুমকী

আড়াইহাজারে দুইদিনেও

আড়াইহাজারে দুইদিনেও

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনার পর দুইদিনেও গ্রেফতার হয়নি আসামিরা। মঙ্গলবার সকালে ধর্ষিতার মা রিনা বেগম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ্য করাসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে। এরা হলেন, ছোট মোল্লারচর আব্বাস আলীর ছেলে শেখ ফরিদ (২২), নাজিম উদ্দিনের ছেলে সাইফুল (২০), ইব্রাহিমের ছেলে সফিকুল ইসলাম (২২)। তবে ধর্ষণে সহযোগিতার অভিযোগে পুলিশ ওই এলাকার মৃত রজব আলীর ছেলে আব্বাস আলী গ্রেফতার আদালতে পাঠিয়েছেন। সে এজাহার নামীয় আসামি শেখ ফরিদের বাবা। মামলা তুলে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল বাদীকে বিভিন্নভাবে হুমকী-ধমকী দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রসঙ্গত. সোমবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে চার বখাটে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
ধর্ষিতা নরসিংদীর মাধবদী এলাকায় জজ ভূঁইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জজ ভূঁইয়া ম্পিনিং মিলে শ্রমিকের কাজ করে। গোপালদী পৌরসভাধীন স্থানীয় ছোট মোল্লার চর এলাকায় এই ঘটনা ঘটে।

মামলায় উল্লেখ্য করা হয়, সোমবার রাতে চারজন তাকে তাদের বাড়ির রান্না ঘর থেকে মুখে কাপড় দিয়ে চেপে ধরে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় প্রয়াত আজিজ মাস্টারের বাড়ির পুকুরপাড়ে একটি পতিত বাগানে পালাক্রমে ধর্ষণ করে তারা পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আড়াইহাজার থানার ওসি আবদুল হক বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। পুলিশের অভিযান চলছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা সম্ভব হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ