আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে চোর সন্দেহে দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে চোর সন্দেহে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা । বুধবার (৯ সেপ্টম্বর) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে তাদের আটক করা হয়। আটককৃতরা নরসিংদী সদর থানাধীন পাঁচধোনা এলাকার রাসেলের স্ত্রী জিয়াছমিন (২৭) ও একই এলাকার হাকিরুল ইসলামের স্ত্রী ছালমা (৪৫)। ধৃত দুই নারী বর্হিবিভাগে রোগী সেজে অন্য কয়েকজন নারী রোগীর গলার চেইন ছিনতাই করছিল বলে দাবি করা হয়েছে। তাদের সঙ্গে আরও দুই নারী একাজে জড়িত রয়েছে বলেও দাবি করা হয়। তবে তারা পালিয়ে গেছেন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা সংবাদচর্চাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্হিবিভাগে আগত বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে গলার চেইন ছিনতাই করা হচ্ছিল। (সিসিটিভি) ফুটেজ গেটে দুই নারীকে শনাক্ত করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, চোর সন্দেহে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ