আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ ফেন্সি সুমন গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ পিস ইয়াবাসহ সুমন ভূইয়া ওরফে ফেন্সি সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সুমন উপজেলার দুপ্তারা ইউনিয়নের সত্যবান্দী ভূইয়াপাড়া গ্রামের ফিরুজ ভূইয়ার ছেলে।

জানা গেছে  আড়াইহাজার থানার সহকারী উপপরিদর্শক ( এ এস আই ) মাসুম শুক্রবার বিকেলে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সুমনকে বড় বিনাইরচর এলাকা থেকে ইয়াবা বিক্রি করার সময় হাতেনাতে গ্রেফতার করে । এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সুমনকে গ্রেফতার করা হয়। পরে তার নামে মামলা হয়েছে। আজ (২৮ সেপ্টেম্বর) আসামীকে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ