সংবাদচর্চা রিপোর্ট
আড়াইহাজারে ইসলামিক ফাউন্ডেশনের সরকারী যাকাত তহবিল থেকে ৪৮ জন ইমাম -মুয়াজ্জিনকে ২ হাজার টাকা করে মোট ৯৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আড়াইহাজার উপজেলা পরিষদের সভা কক্ষে এ চেক হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র সুন্দর আলী।
প্রসঙ্গত , প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ইমাম -মুয়াজ্জিনদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ বরাদ্দ দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলার ২৯২৫টি মসজিদে ১৪৬২৫০০০ টাকা বরাদ্দ এসেছে। যা জেলার প্রত্যেক উপজেলায় বিতরণ করা হচ্ছে।