আড়াইহাজারে অনুমোদনবিহীন ৪ হাজার কলকারখানা
রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা, হাড়ি ধোওয়া নদী ও ব্রহ্মপুত্র নদের আশে-পাশে অনুমোদনবিহীন ৪ হাজার ছোট বড় কল কারখানা গড়ে উঠেছে বলে উল্লেখ করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ফেরদৌস আনোয়ার । কল কারখানা গুলো হচ্ছে যথাক্রমে- সাইজংি মিল, স্পীনিং মিল, প্রিন্টিং মিল, বাটিক ও বুটিক কারখানা ইত্যাদী। তিনি জানান, এরা কোন নিয়ম কানুন মানছেন না।
আড়াইহাজারে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তর মেঘনা রিভার প্রকল্পের আওতাধীন এশিয়াণ উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় গতকাল রোববার উপজেলা পরিষদ হল রুমে এক মত বিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা রিভার প্রকল্পের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারোয়ার ইমতিয়াজ হাশেমী।
আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ফরহাদ জাহান চৌধুরী, এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি মিস পেটি, মিস শেলী, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার, আড়াইহাজার উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদির, আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। তাছাড়া ও সভায় বক্তাগণ বলেন, মেঘনা নদীতে নরসিংদী ও নারায়ণগঞ্জের ৪টি পয়েন্টের পানি বিপদ সীমার মধ্যে রয়েছে। ৫/১০ বছর পর কোন লোক ওই এলাকাতে বাস করতে পারবে না। এমন কি কোন ওষুধ দিয়ে পানি বিষমুক্ত করা যাবে না। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান বলেন,
জেলা প্রশাসকের সাথে আলাপ করে পরিবশে অধিদপ্তরের সহযোগিতায় শ্রীঘ্রই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হবে। সভায় পরিবেশ দুষণ রোধ ও পানি বিষুমক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওই সময় আরো জানানো হয়, মেঘনা থেকে ওয়াসার পানি সরবরাহ করায় পানি পরীক্ষা করা হয়। যার ফলে উঠে আসে এই সকল তথ্য।