আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অগ্নিকান্ডে ৩ ঘর পুড়ে ছাঁই, নগদ টাকা সহ ১৫ লাখ টাকার ক্ষতি

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার সংবাদদাতা:- আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামে রোববার রাতে অগ্নিকান্ডে এক কৃষকের ৩টি বসত ঘর, নগদ ৪ লাখ টাকা ও অন্যান্য মালামাল সমেত প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে অনুমান ৮টার দিকে ওই গ্রামের মকসুদ মিয়ার বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় পুড়ে ছাঁই হয়ে গেছে ওই কৃষকের ৩টি কাঠকেওয়ারী বসত ঘর, ৫ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, ফার্ণিচার, ইলেক্ট্রনিক্স সামগ্রী, আসবাবপত্র, নগদ ৪ লাখ টাকা সহ সমস্ত মালামাল। আগুনের তীব্রতার কাছে এলাকাবাসির আগুন নেভানোর সকল চেষ্টা ব্যার্থ হয়। এলাকাটি বৃহত্তর মেঘনার মাঝখানে থাকায় এবং উপজেলা সদরের সাথে কোন সড়ক যোগাযোগ না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ী গুলো ঘটনাস্থলে যেতে পারেনি বলে আড়াইহাজার ফায়ারসার্ভিস কর্তৃপক্ষ জানায়।