আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আহত ছাত্রলীগ নেতাকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী

আহত ছাত্রলীগ নেতাকে

আহত ছাত্রলীগ নেতাকে

হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
বহিস্কৃত সাবেক উপজেলা ছাত্রলীগ সাধরন সম্পাদক আবু সাঈদ মুরাদের হামলায় গুরুতর আহত লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা ছাত্রলীগের বর্তমান সম্পাদক মাঈদুল ইসলাম বাবুকে দেখতে হাসপাতালে সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

শনিবার দিনগত রাতে আদিতমারী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে গিয়ে তার খোঁজ খবর নেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আহত ছাত্রলীগের ওই সম্পাদকের সাথে দীর্ঘক্ষন কথা বলেন। তার উপর হামলার বিষয়ের বিস্তারিত শুনেন এবং এ ঘটনায় সুষ্ঠ বিচারের আশ্বাস প্রদান করেন।

এছাড়া তিনি, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে থানা পুলিশকে নির্দেশনা দেন।  প্রতিমন্ত্রী আহত বাবুর চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলে উন্নত চিকিৎসা প্রদানের নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর সাথে ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হরেশ্বর রায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মিজানসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার(১৫ মার্চ) বিকেল ৪টার দিকে জেলার আদিতমারী উপজেলার জনতা ব্যাংক মোড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে বহিস্কৃত সাবেক ছাত্রলীগ সম্পাদক আবু সাঈদ মুরাদ এ হামলা চালায়।

হামলার ঘটনায়  দুই জনকে আসামী করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নি।