আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কথাসাহিত্যিক আনিসুল হকের ইতিহাসআশ্রয়ী উপন্যাস ‘আলো-আঁধারের যাত্রী’

'আলো-আঁধারের যাত্রী'

'আলো-আঁধারের যাত্রী'

নিজস্ব প্রতিবেদক:

কথাসাহিত্যিক ও কবি আনিসুল হকের  ইতিহাসআশ্রয়ী এই উপন্যাসের কাহিনি বাংলাদেশের ১৯৫৬ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত উত্তাল সময়ের প্রেক্ষপটে এগিয়ে গেছে। বাংলাদেশের অভ্যুদয়ের নায়কদের নিয়ে লেখা এ বইয়ে ইতিহাস প্রেক্ষাপট হিসেবে এলেও এটি ইতিহাস নয়; উপন্যাস।

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত  ‘আলো-আঁধারের যাত্রী’ উপন্যাসের ।বঙ্গবন্ধু ও তার সহকর্মীদের এ উপন্যাসে দেখে যাবে।

এ উপন্যাসের বিষয়ে আনিসুল হক বলেন, এই কাহিনি রচনার সময় বিভিন্ন বই থেকে উদার হাতে গ্রহণ করা হয়েছে। কোথাও কোথাও তা সরাসরি উদ্ধৃতির পর্যায়েই চলে গেছে। কোথাও-বা পুনর্লিখন করা হয়েছে মাত্র। বইটা উপন্যাস বলে তথ্যসূত্র দেওয়া হয়নি। আশা করি, বিজ্ঞ ও বিবেচক পাঠক এই ব্যাপারটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশের স্বাধীনতা যে এক দিনে আসেনি, এক বছরেও নয়, এই কাহিনি তা মনে করিয়ে দেবে আবারও। আমাদের স্বাধীনতার মহান যাত্রী, অভিযাত্রী ও অধিকানয়কদের জানাই সালাম।

প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। ২৩২ পৃষ্ঠার এ উপন্যাসের দাম রাখা হয়েছে ৪৮০ টাকা।

বইগুলো মেলা থেকে ২৫% ও রকমারি থেকে ২৭% ছাড়ে এটি কেনা যাবে।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ