বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পল্লী বিদুৎত মামলার ওয়ারেন্টে ভূক্ত আসামী প্রভাবশালী আওয়ামীলীগ নেতা শহিদুল হাসান মৃধাসহ বিভিন্ন ওয়ারেন্ট ৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা এলাকার মৃত সফিউল্ল্যাহ মিয়ার ছেলে পল্লী বিদুৎত সমিতি দায়েরকৃত মামলার ওয়াারেন্টভূক্ত আসামী বন্দর থানা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল হাসান মৃধা (৫০), ২৪ নং ওয়ার্ডস্থ বক্তারকান্দী এলাকার তাহের মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালাউদ্দিন (৪৫) ও তার স্ত্রী নাসিমা বেগম (৪০) এবং বন্দর সালেহনগর এলাকার বশির আহাম্মেদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন আহাম্মেদ (২৬)। ধৃতদের যথাযথ নিয়মে রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।