আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে ডোবাল মেসি

আর্জেন্টিনাকে ডোবাল মেসি

 আর্জেন্টিনাকে ডোবাল মেসি

সংবাদচর্চা রিপোর্ট:

বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের কাছে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। গত কাল ১৬ জুন আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ডোবালেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জয় টা হত ২-১ গোলে কিন্তু মেসি পেনাল্টি মিসে করেছে।এজন্য ম্যাচ শেষে মেসিকেই ভিলেন মানছেন আর্জেন্টিনার সমর্থকরা।

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে থেকেই প্রাক্তন ফুটবলাররা বলে আসছিলেন মেসিকেই দায়িত্ব নিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে হবে। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ব্যর্থ মেসি।

নিজেদের অবস্থান মাথায় রেখেই আইসল্যান্ড নির্ধারণ করেছিলো খেলার কৌশল। প্রধান কৌশল ছিলো রক্ষণাত্মক খেলা, আর সুযোগ বুঝে আক্রমণে যাওয়া। সেই কৌশলেই তারা পিছিয়ে পড়েও আবার খেলায় ফিরেছে।

আইসল্যান্ডের রক্ষণ সামলেছেন চারজন। তাদের প্রত্যেকের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চির ওপরে। বাকি খেলোয়াড়দের উচ্চতাও ৬ ফুটের ওপরে। সেখানে আর্জেন্টাইনদের উচ্চতা গড়ে ৫ ফুট ৮ ইঞ্চি। একে তো দীর্ঘদেহী, তার ওপর আবার লম্বা পা। মূলত এর কাছেই নতজানু স্বীকার করতে বাধ্য হয়েছেন মেসি-আগুয়েরোরা।

অবশ্য  মেসির দুর্বলতাও ছিলো। পেনাল্টি মিস করেছেন, ফ্রি-কিকগুলো মেরেছেন যত্রতত্র।

স্পন্সরেড আর্টিকেলঃ